নৌ-সীমানার ৭০কি:মিটারে প্রকাশ্যে শিশু-কিশোরকে জেলে সাজিয়ে মা’ইলিশ নিধন

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ২১:০২ | অনলাইন সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে প্রশাসনের ব্যাপক দৃস্টি ও অভিযান থাকার পর ও তাদের দৃষ্টিগোচর করে নৌ-সীমানার পদ্মা-মেঘনা নদীর ৭০কি: মিটারের মধ্যে শিশু-কিশোরদের জেলে সাজিয়ে মা’ইলিশ নিধন করছে অসাধু জেলেরা। বর্তমানে পদ্মা ও মেঘনায় মা’ইলিশ প্রচুর আছে বলে জেলেরা জানিয়েছেন । নদীতে কারেন্ট জাল ফেলা মাত্র প্রচুর পরিমানে মা’ইলিশ জেলেদের জালে  আটকা পরে নদী থেকে উঠে আসছে। এতে করে জেলেরা সে লোভ সামাল দিতে না পেরে প্রকাশ্যে ও গোপনে তারা মা’ইলিশ ধরা ্অপরাধ জেনেও মা’ইলিশ নিধন কাজে লিপ্ত হয়ে পড়ছে। 

এদিকে,প্রজনন রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে গত ১৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২৪২ জেলেকে গ্রেপ্তার করে নৌ পুলিশসহ জেলা ও উপজেলা টাস্কফোর্স। এর মধ্যে ১৩১ জনকে ভ্রাম্যমাণ আদালতে বিনাশ্রম কারাদন্ড এবং ১১১ জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করা হয়েছে।

জেলেদের ভাষায় বর্তমানে নদীতে জাল ফেলা মাত্র মা’ ইলিশ প্রচুর জালে আটকা পড়ছে। জেলেরাা জানান, মা’ইলিশ লোনা পানি থেকে ডিম ছাড়ার জন্য পদ্মা-মেঘনা নদীর মিঠা পানিতে এসেছে ডিম ছাড়তে। এখন কারেন্ট জাল নদীতে ফেলে কেহ খালি হাতে ফিরতে হচ্ছে না। 
ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে সরকার ঘোষিত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ‘ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪’ থাকলেও নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবাধে মা’ ইলিশ শিকারে ব্যস্ত হয়ে পড়ছে হাইমচর নীলকমল ইউনিয়নের জেলেরা ও রাজরাজেশ্বরের জেলেরা।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২২ দিন ইলিশ সংরক্ষণ অভিযানে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করলেও জেলেরা কিছুতেই মানছে না ।

এই ২২ দিনের জন্য বরাদ্দকৃত চাল সকল জেলেদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয় সরকারের পক্ষ থেকে। এছাড়া  সারা বছরের জেলে ও মৌসুমি জেলেদের ওপর নজরদারি বাড়ানোর বিষয়েও সিদ্ধান্ত হয়।
এর পরও এসব জেলেরা সকাল থেকে রাত পর্যন্ত মা ইলিশ শিকার করে যাচ্ছে।

আজ বুধবার(৩০ আক্টোবর) সরোজমিনে,চাঁদপুর নৌ-সীমানায় দেখা যায়, হাইমচর ও নীলকমল ইউনিয়নে শিশু-কিশোর ও বয়স্ক ব্যক্তিরা দিনভর নদী থেকে মাছ শিকার করছে এবং স্থানীয় বাংলাবাজার মাঝেরচর ও সাহেবগঞ্জ বাজারে প্রকাশ্যে ইলিশ মাছ বিক্রি করছে। স্থানীয় প্রভাবশালীরা প্রকাশ্যে মাছ ক্রয়-বিক্রিতে লিপ্ত হয়ে পড়ছে।

মা ইলিশ সংরক্ষণ অভিযানের শুরু থেকেই নৌপুলিশ ও কোস্টগার্ড অভিযান চালিয়ে যাচ্ছে। অভিযানের প্রতিদিনই জেলেদের আটক ও জরিমানা করা হচ্ছে। তার পরও অসাধু জেলেরা আইন কানুন কিছুতেই মানছে না। আইন অমান্য করে প্রতিদিনই নদী থেকে মা’ ইলিশ শিকার করে চলছে।