ভূরুঙ্গামারীতে ৬০৭ পিস ইয়াবাসহ যুবক আটক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ১৫:২৩ | অনলাইন সংস্করণ
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ভূরুঙ্গামারীতে যৌথ বাহিনীর অভিযানে ৬০৭ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে।
আটককৃত যুবকের নাম খাইরুল আলম লেবু (৩৮)। সে খামার আন্ধারীঝাড় গ্রামের মৃত আমির হোসেনের পুত্র।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন মাসুম রেজার নেতৃত্বে সেনা ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে ৬০৭ পিচ ইয়াবা টেবলেটসহ তাকে আটক করে থানায় সোপর্দ করে।
খাইরুল আলম লেবু দীর্ঘদিন থেকে ইয়াবার ব্যবসা করে আসছিলো বলে জানান এলাকাবাসি।
ওসি জিল্লুর রহমান জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর তাকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হবে।