ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত চিংড়ি জব্দ

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত চিংড়ি জব্দ

সাতক্ষীরার দেবহাটায় উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যৌথভাবে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ১টার দিকে উক্ত ভ্রাম্যমান আদালতে সাদা সোনা খ্যাত বাগদা ও গলদা চিংড়িতে অপদ্রব্য পুশ বিরোধী অভিযান পরিচালনা করেন।

এছাড়া একইসাথে উপজেলার কুলিয়া ও পারুলিয়া ইউনিয়নের বিভিন্ন খাল ও জলাশয়ে অবৈধ নেট-পাটা অপসারন করেন।

ভ্রাম্যমান আদালতের অভিযানে উপজেলার টিকেট গ্রামের মৃত কৃঞ্চপদ সরকারের ছেলে শ্যামল সরকার (৩৬) এর বাড়ির মধ্যে থেকে ৬৫ কেজি অপদ্রব্য পুশকৃত বাগদা ও গলদা চিংড়ি আটক করেন। পরে আটককৃত চিংড়িগুলো উপজেলার পরিষদের সামনে পরিত্যক্ত স্থানে পেট্রোল দিয়ে জ্বালিয়ে মাটিতে পুতে দেয়া হয়।

এসময় ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, চিংড়ি আমাদের রপ্তানি আয়ের অন্যতম একটা উৎস। কিছু অসাধু ব্যবসায়ীর কারনে বিদেশে আমাদের বদনাম হচ্ছে। আর সাতক্ষীরা হচ্ছে চিংড়ি উধপাদনের জন্য অন্যতম। তাই আমাদের সুনাম ও এই সম্পদ রক্ষার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

দেবহাটা,অপদ্রব্য,চিংড়ি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত