ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

চকরিয়ায় সবজি ক্ষেত থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার  

চকরিয়ায় সবজি ক্ষেত থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার  

কক্সবাজারের চকরিয়ায় সবজি ক্ষেত থেকে আনুমানিক ৩৮ বছর বয়সী এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ( ৩০ অক্টোবর) সকালে চকরিয়া পৌর সভার ২ নম্বর ওয়ার্ডের মৌলভীরচর এলাকার একটি সবজি ক্ষেত থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

চকরিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে পৌর সভার মৌলভীরচর এলাকায় সবজি ক্ষেতে কাজ করতে যাওয়া লোকজন ক্ষেতে ভেতর একটি মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। এছাড়া কক্সবাজার থেকে সিআইডির একটি টীম ঘটনাস্থলে এসে ফরেনসিক রিপোর্ট তৈরি করে মরদেহের পরিচয় সনাক্তে চেষ্টা চালায়।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মারা যাওয়ার পর কে বলা কারা লাশ ফেলে যায়। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ মরদেহের পরিচয় সনাক্তকরণে কাজ করছে।

কক্সবাজার,যুবক,মরদেহ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত