ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে কৃষক সাইফুল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন 

সিরাজগঞ্জে কৃষক সাইফুল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন 

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর কৃষক সাইফুল ইসলাম হত্যা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদেরকে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার জয়ানপুর গ্রামের নায়েব আলী (৪০), শাকিল শেখ (১৯) ও ঘুরকা গ্রামের আব্দুর রাজ্জাক (৪২)।

বৃহস্পতিবার সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক কানিজ ফাতিমা এ রায় দিয়েছেন। ওই আদালতের পেশকার মোহাম্মদ আলী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২২ সালের ১০ অক্টোবর রাতে রায়গঞ্জের কৃষক সাইফুল ইসলাম তার স্ত্রী আলেয়াকে নিয়ে স্থানীয় চায়ের দোকানে যায়। সেখান থেকে শ্রী অন্তিম দাস তাকে ডেকে নিয়ে যায় এবং এরপর থেকে কৃষক সাইফুল নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাকে বহু খোঁজাখুঁজি করে সন্ধ্যান মেলেনি এবং এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় জিডি করা হয়। পুলিশের বিশেষ তদন্তে শাকিলকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এ জিজ্ঞাসাবাদে জানতে পারে ওই কৃষককে হত্যার পর তার লাশ ঘুরকা খালের কচুরী পানায় ঢেকে রাখা হয়েছিল এবং ১৩ অক্টোবর তার লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে নিহতের স্ত্রী বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করে। পুলিশ তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে।

এ মামলার স্বাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।

সিরাজগঞ্জ,আদালত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত