ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

পাবিপ্রবিতে ‘গ্লোবাল নিউক্লিয়ার এনার্জি’ নিয়ে পাবলিক ডিসকাশন অনুষ্ঠিত

পাবিপ্রবিতে ‘গ্লোবাল নিউক্লিয়ার এনার্জি’ নিয়ে পাবলিক ডিসকাশন অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রব্রি) গ্লোবাল নিউক্লিয়ার এনার্জি: ফ্যাক্টস অ্যান্ড মিথ বিষয়ে পাবলিক ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে। পাবিপ্রব্রি’র পদার্থবিজ্ঞান বিভাগ ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অনুষ্ঠানটি আয়োজন করে ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারী-২ এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল হক।

বিশেষ অতিথি ছিলেন প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক। কীনোট স্পিকার ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রীতম কুমার দাস। আরও উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের চেয়ারম্যান মো. ফারুক আহম্মেদ, রূপপুর পারমাণবিক পাওয়ার প্লান্টের ডেপুটি ম্যানেজার (প্রশিক্ষণ) আব্দুর রহমান এবং সায়েন্টিফিক অফিসার মো. শরাফ উদ্দীন।

প্রধান অতিথি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল হক বলেন, দেশকে এগিয়ে নিতে হলে জ্বালানীর কোনো বিকল্প নেই। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জ্বালানী খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। কীনোট স্পিকার ড. প্রীতম কুমার দাস বলেন, আমাদের নিউক্লিয়ার এনার্জির দিকে যেতে হবে। দেশ যত উন্নয়ন হবে, জ্বালানীর চাহিদাও তত বাড়বে। চাহিদা পূরণের জন্য বিভিন্ন মাধ্যমের জ্বালানী আমাদের ব্যবহার করতে হবে। জ্বালানী নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে পদার্থবিজ্ঞান বিভাগ ও রসয়ান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

পাবনা,পাবিপ্রব্রি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত