ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ব্যয় প্রায় ৪ কোটি টাকা 

সিরাজগঞ্জে চরাঞ্চলে বাঁধ নির্মাণ, বিপাকে প্রকল্প বাস্তবায়নকারীরা

সিরাজগঞ্জে চরাঞ্চলে বাঁধ নির্মাণ, বিপাকে প্রকল্প বাস্তবায়নকারীরা

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর চরাঞ্চলে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ করা হয়েছে। এ বাঁধ নির্মাণে ব্যয় বরাদ্দের টাকা না পেয়ে সংশ্লিষ্টরা এখন বিপাকে পড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন বিভাগের তত্ত্বাবধানে চরাঞ্চলের তেকানী ইউনিয়নের খেয়াঘাট হতে পশ্চিম-উত্তর দিকে তেকানী সরকারি প্রাথমিক স্কুল পর্যন্ত এ বাঁধ নির্মাণের পরিকল্পনা নেয়া হয়। এ পরিকল্পনা অনুযায়ী চরাঞ্চল মানুষের জনস্বার্থে চলতি অর্থ বছরে এ বাঁধ নির্মাণে ৩ কোটি ৯৮ লাখ টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়।

বিধিমতে উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের পরামর্শে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বার এ প্রকল্পের কাজ শুরু করে এবং গত জুলাই মাসের শেষ দিকে বাঁধ নির্মাণের কাজ শেষ হয়।

আওয়ামী লীগ সরকার পতনের পর ওই প্রকল্প বাস্তবায়নের উল্লেখিত বিল টাকা প্রদান করতে পারছে না উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন বিভাগ। এমনকি ওই বাঁধ নির্মাণে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ প্রকল্প বাস্তবায়নকারীরা ঋণগ্রস্থ হয়েছেন এবং তারা ঋণের টাকা পরিশোধ করতে পারছেনা।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে ধর্না দিয়েও কাজ হচ্ছে না। তেকানী ইউপি চেয়ারম্যান হারুনর রশীদ আলোকিত বাংলাদেশকে বলেন, স্থানীয় সাবেক এমপির নির্দেশে উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন বিভাগ জনস্বার্থে নদীর তীরবর্তী এ বাঁধের নির্মাণ কাজ করানো হয়েছিল এবং বাঁধ নির্মাণে এ পর্যন্ত ৮৬ লাখ টাকা প্রদান করা হয়েছে। কিন্তুু আওয়ামী লীগ সরকার পতনের কারণে আমাদের এখন এমন অবস্থার সৃষ্টি হয়েছে। তবে ওই বাঁধ নির্মানের ব্যয় বরাদ্দের টাকা পাওয়া যেতে পারে বলে আশ্বস্ত করেছেন উপজেলা প্রশাসন।

উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলছেন, চরাঞ্চলের ওই বাঁধ নির্মাণের ব্যয় বরাদ্দের টাকা প্রদান এখন সম্ভব হচ্ছে না। তবে এ বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং এ বাঁধ নির্মাণে ব্যয় খরচকারীদের পরবর্তীতে ওই বিল টাকা প্রদান সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

আওয়ামী লীগ,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত