টেকনাফে দুই রোহিঙ্গাসহ ৯ কৃষক অপহরণ

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ২০:৫০ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে অপহরণের ঘটনা থামছেই না! এবার উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন থেকে একসাথে নয়জন কৃষককে অপহরণ করেছে সংঘবদ্ধ অপহরণকারী চক্র। 

শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ইউনিয়নের কাঞ্জর পাড়াস্থ করাচি পাড়া পাহাড়ি এলাকা থেকে এসব কৃষকদের অপহরণ করা হয়। অপহৃতদের মধ্যে দুইজন রোহিঙ্গা রয়েছে। 
বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারি। 

অপহৃতরা হলেন, স্থানীয়  নুরুল ইসলামের পুত্র আনোয়ার হোসেন, বাঁচা মিয়ার পুত্র গিয়াস উদ্দিন, জালাল আহমদের পুত্র বেলাল উদ্দিন, আবুল হোছনের পুত্র আবু বকর, নুরুল আলমের পুত্র মুহাম্মদ আলম, আজিজুর রহমানের পুত্র কফিল ও নুরুল হোছেন। তবে দুই রোহিঙ্গার পরিচয় পাওয়া যায়নি। 

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারি বলেন, 'পাহাড়ের পাদদেশে ক্ষেত ও খামারে কাজ করতে গেলে একদল অস্ত্রধারী  অপহরণকারী এই নয় কৃষককে অপহরণ করে নিয়ে যায়। আমি ঘটনাটি থানা পুলিশকে অবহিত করেছি।'

এক সাথে নয়জন কৃষক অপহরণের ঘটনায় তাদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। তারা অভিযোগ করেছেন,  হোয়াইক্যং পশ্চিম মহেশখালীয়া পাড়ার আবদু সালামের পুত্র মোহাম্মদ রফিক ওরফে ডাকাত রফিক ও কম্বনিয়া পাড়ার মাতাইয়া পুত্র জগির হোসেন অপহরণের মূল পরিকল্পনাকারী।  

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, 'অপহরণের বিষয়টি আমি অবগত হয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে অপহৃতদের উদ্ধারের প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ।'

উল্লেখ্য, গত এক সপ্তাহের ব্যবধানে দুই কৃষকসহ আরো পাঁচজনকে অপহরণের শিকার হয়েছেন। তারা সবাই মুক্তিপণ দিয়ে ফিরে এসেছে।