টাঙ্গাইলের সখীপুরে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের দায়ে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
শনিবার দুপুরে সখীপুর বাজারের ফলপট্রি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোহাম্মদ হোসেন পাটোয়ারী এ আদালত পরিচালনা করেন।
এসময় তিনি তানজিল স্টোরের সত্ত্বাধিকারী মুদি ব্যবসায়ী আবুবকরকে ২ হাজার টাকা জরিমানা করেন। পরে বনিক সমিতির সভাপতির সহায়তায় বাজারের ব্যবসায়ীদের একত্র করে তিনি বলেন, বাংলাদেশে আগে থেকেই পলিথিন নিষিদ্ধ ছিল। আমরা পহেলা নভেম্বর থেকে পলিথিন বিক্রি ও ব্যবহার বন্ধে আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা শুরু করেছি। তাই আমরা চাচ্ছি মানুষ সচেতন হোক।
তিনি ব্যবসা প্রতিষ্ঠানে নিষিদ্ধ পলিথিন না রাখা, বিকল্প উপায়ে পণ্য বিক্রি এবং দোকানে দৃশ্যমান জায়গায় মূল্য তালিকা রাখার পরামর্শ দেন।