তিনদিন ব্যাপী আয়োজিত নীলফামারী জেলা আঞ্চলিক ইজতেমা বিশ্ব মুসিলমদের শান্তি কামনার মধ্যো দিয়ে শেষ হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকাল ১২ টার দিকে নীলফামারী সদরের চোড়াইখোলা ইউনিয়নের দারোয়ানী টেক্সটাইল মিলস কলোনি মাঠে আখেরি মোনাজাত দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হয়। গত ৩১অক্টোবর বৃহস্পতিবার ফজরের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা।
ইজতেমা আয়োজক কমিটি জানান,তিনদিন ব্যাপী আয়োজিত ইজতেমায় ঢাকা কাকরাইল মসজিদের খতিবসহ বিভিন্ন দেশের অনেক ইসলামিক চিন্তাবিদরা সমবেত হয় ইজতেমায়। মানব কল্যাণের পাশাপাশি তারা দ্বীনের দাওয়াত, ধর্ম ও আখিরাত সম্বন্ধে মূল্যবান বয়ান পেশ করেন।
জেলা তাবলীগের আমীর প্রফেসর দিদারুল ইসলাম আলোকিত বাংলাদেশ কে বলেন, বৃহস্পতিবার ফজরের নামাজের পর বয়ান পেশের মধ্য শুরু হয়ে আজ শনিবার দুপুর ১২টায় আখেরি মোনাজাত দিয়ে সমাপ্তি ঘটলো।
ইজতেমায় নীলফামারী পুলিশ প্রশাসনের ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিলো নজরকাঁড়া ।