ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ময়মনসিংহে তরুন-তরুনীদের নিয়ে ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইন

ময়মনসিংহে তরুন-তরুনীদের নিয়ে ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইন

ময়মনসিংহে বিভিন্ন সামাজিক সংগঠনের শতাধিক তরুণ তরুণীর অংশগ্রহণে নাগরিক আকাঙ্খা বিষয়ক ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইন করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। এতে বিপুল সংখ্যক তরুণ তরুণী ক্যাম্পেইনে অংশ গ্রহন করে নিজেদের নানা প্রত্যাশার কথা তুলে ধরেন।

রোববার (৩ নভেম্বর) বিকাল ৫টায় ময়মনসিংহ নগরী শিল্পকলা একাডেমির হলরুমে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে উঠে আসে সমাজ ও নগরীর নানা অসঙ্গতি ও প্রত্যাশার কথা।

অনুষ্ঠানে মাল্টি পার্টি এডভোকেসি ফোরামের নেত্রী ফারিয়া তাসনিম তিথির সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক একেএম মাহাবুবুল আলম, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আঞ্চলিক কর্মকর্তা নাজমা আক্তার, মাল্টি পার্টি এডভোকেসি ফোরামের সাধারন সম্পাদক জামাল উদ্দিন, সামাজিক সংগঠন অন্যচিত্রের প্রতিনিধি খাইরুল আলম তুহিন, শান্তিমিত্রের সুবর্ণা পলি দ্রং, টান্সফারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিনিধি সাদাদ মো. সায়েম প্রমূখ।

এর আগে অনুষ্ঠানের শুরুতে সমাজপতিদের কাছে সাধারন মানুষের চাওয়া ও পাওয়া অবলম্বনে সংক্ষিপ্ত নাট্যনুষ্ঠান পরিবেশন করে একটি নাট্যগোষ্টি। এতে প্রশ্ন অনুষ্ঠান পূর্বে দশজন বিজয়ীর হাতে তুলে দেয়া হয় বিশেষ উপহার।

ময়মনসিংহ,ক্যাম্পেইন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত