মানিকগঞ্জে ডাক্তার স্বামী-স্ত্রীর অপসারণ দাবি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০০:৫৬ | অনলাইন সংস্করণ
মানিকগঞ্জ প্রতিনিধি
ডায়াবেটিক হাসপাতালের পরিচালক ডা. হাসান মাহমুদ হাদি ও তার স্ত্রী প্রশাসনিক কর্মকর্তা ডা. নাজনীন আক্তার বিউটির অপসারণ চেয়ে লিখিত অভিযোগ করেছেন ওই হাসপাতালের ৮৭ জন কর্মকর্তা কর্মচারী।
সোমবার সকালে ৪৮ ঘন্টার মধ্যে তাদের অপসারণ চেয়ে ৫০ শয্যা বিশিষ্ট মানিকগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের সভাপতি ও জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বরাবর এ অভিযোগ করা হয়।
জানা গেছে, হাসপাতালের মোট ৯০ জন স্টাফের মধ্যে সমাজ কল্যাণ কর্মকর্তা নিতাই চন্দ্র সরকার ছাড়া সকলেই অভিযোগ পত্রে সিগনেচার করেছেন। নিতাই সরকার ডা. হাসান মাহমুদ হাদী ও ডা. নাজমিন আক্তার বিউটির ঘনিষ্ঠ বলে পরিচিত। প্রধান দু’টি পদে স্বামী স্ত্রী কর্মরত থাকায় হাসপাতালটি স্বামী-স্ত্রীর হাসপাতাল নামেও পরিচিতি পেয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর ডায়াবেটিক হাসপাতালে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন অপ্রীতিকর ঘটনা ঘটায়। এ ঘটনায় হাসপাতালের কর্মচারীদের বিরুদ্ধে টাকা চুরি ও শ্লীলতাহানির অভিযোগ এনে থানায় এজাহার দায়ের করেন প্রশাসনিক কর্মকর্তা ডা. নাজনীন আক্তার বিউটি। এর প্রতিবাদে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের দুজনকে অপসারণ দাবি করা হয়। এরমধ্যে পরিচালক ও প্রশাসনিক কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি না দিলে ৬ নভেম্বর সকাল থেকে হাসপাতালের সকল ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারী একযোগে কর্ম বিরতিতে যাবেন বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়।