নিষেধাজ্ঞার ২২ দিনে ভোলায় ৪৩৪ জেলে আটক
৩২৬ জনের জেল-জরিমানা
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৯:১৬ | অনলাইন সংস্করণ
ভোলা প্রতিনিধি
ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে ইলিশ শিকারের নিষেধাজ্ঞার ২২ দিনে ৪৩৪ জেলে আটক করা হয়েছে। এসময় ৮৪টি ট্রলার, ৪৩ নৌকা, ২১ লাখ ৯৯ হাজার মিটার জাল ও দুই হাজার ৯৯১ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
আটকদের মধ্যে ভোলা সদর উপজেলা থেকে ৮৮ জন, দৌলতখান থেকে ৪৩ জন, বোরহানউদ্দিন থেকে ১৯ জন, তজুমদ্দিন থেকে ২৬ জন, লালমোহন থেকে ১৭২ জন, চরফ্যাশন থেকে ৮০ জন ও মনপুরা থেকে ৬ জন জেলেকে আটক করা হয়।
সোমবার জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ৪৩৪ জেলের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, ২৩৪ জন জরিমানা ও ১০৮ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। জব্দ ট্রলার ও নৌকা নিলামের মাধ্যমে আট লাখ ১৪ হাজার ৯০০ টাকা বিক্রি করা হয়। এছাড়াও জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং মাছ এতিম খানায় বিতরণ করা হয়।
ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ শিকারের উপর সরকারি নিষেধাজ্ঞা ছিল।