ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মিয়ানমার থেকে অনুপ্রবেশ করেই অস্ত্রসহ ধরা পড়ল রোহিঙ্গা ‘ডাকাত’

মিয়ানমার থেকে অনুপ্রবেশ করেই অস্ত্রসহ ধরা পড়ল রোহিঙ্গা ‘ডাকাত’

মিয়ানমার থেকে সীমান্ত পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারি এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ওই সময় একটি দেশীয় তৈরি এলজি, ৫ রাউন্ড তাজা গুলি ও একটি খালি খোসা উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া মিয়ানমার নাগরিক হলেন কক্সবাজারের আলোচিত উপজেলা উখিয়ার ১২ ননম্বর বালুখালী রোহিঙ্গা শিবিরের জি/৭ ব্লকের হাবিবুর রহমানের ছেলে মো. আলম (২৯)।

টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফের ঝিমংখালী সীমান্ত এলাকায় এই অভিযান চালানো হয়।

বিজিবির তথ্য মতে, বিজিবির নিয়মিত টহলদল একজন ব্যক্তিকে একটি ব্যাগ হাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে ঝিমংখালীর শামছুলের ঘের এলাকার দিকে আসতে দেখে। ওই ব্যক্তির চলাচলের গতিবিধি সন্দেহজনক মনে হলে টহলদল তাকে আটক করে।

পরে ওই ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে একটি দেশীয় তৈরী এলজি, ৫ রাউন্ড তাজা গুলি ও একটি খালি খোসা উদ্ধার করা হয়। বিজিবির দাবি, ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ডাকাত দলের সদস্য। বিভিন্ন সময় টেকনাফ এলাকার গুরুত্বপূর্ণ মার্কেট, দোকান ও বাড়িঘরে ডাকাতি করে থাকে।

টেকনাফ,মিয়ানমার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত