ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ইজিবাইক চালকদের ডাটাবেইজের আওতায় আনার উদ্যোগ নিয়েছে পুলিশ 

ইজিবাইক চালকদের ডাটাবেইজের আওতায় আনার উদ্যোগ নিয়েছে পুলিশ 

৪ হাজার ৪শ' টমটম (ইজিবাইক) চালকদের ডাটাবেইজ তৈরির কাজ শেষ পর্যায়ে বলে জানিয়েছেন পুলিশ। একই সাথে পর্যটন নগরী কক্সবাজারকে নিরাপদ ট্রাফিক ব্যবস্থা উপহার দিতে প্রশিক্ষণের উদ্যোগও নেয়া হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আন্তর্জাতিক এনজিও সংস্থা ইউএনডিপির সহযোগিতায় প্রথম দিনেই ১০০ জন টমটম চালকদের প্রশিক্ষণ দেয়ার মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু হয়েছে। আগামী তিন মাসের মধ্যে ৪ হাজার ৪শ জনকে প্রশিক্ষণের আওতায় আনার আশা প্রকাশ করেন পুলিশ সুপার।

মঙ্গলবার সকালে কক্সবাজার পুলিশ লাইনস্ এ "টমটম চালকদের জন্য ট্রাফিক নিয়মের উপর ওরিয়েন্টেশন" শিরোনামে সামাজিক নিরাপত্তা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং ন্যায়বিচারে অ্যাক্সেস বৃদ্ধি করা প্রকল্পের আওতায় ১০০ টমটম চালককে প্রশিক্ষণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ।

এসময় তিনি বলেন, পর্যটন নগরী কক্সবাজারে প্রয়োজনের তুলনায় টমটমের সংখ্যা অনেক বেশি। ৪ হাজার ৪ শ জন টমটম চালককে পর্যায়ক্রমে প্রশিক্ষণের আওতায় আনা হবে। এর মাধ্যমে নিরাপদ পর্যটন নগরী হয়ে উঠবে কক্সবাজার। কক্সবাজারের টমটম চালকদের যদি নিয়ন্ত্রণে আনা যায় তাহলে অপরাধও কমবে।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দী চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, বিআরটিএ কক্সবাজারেরসহকারী পরিচালক (ইন্জ্ঞিঃ) উথোয়াইনু চৌধুরী, ইউএনডিপির প্রজেক্ট ম্যানেজার, ইউএনডিপির কেফায়েত উল্লাহ সাজ্জাদ, মোহাম্মদ মাসুদ করিম, সিনিয়র সাংবাদিক শামশুল হক শারেক।

ইজিবাইক,ডাটাবেইজ,পুলিশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত