ঈশ্বরদীতে রাতের আগুনে পুড়লো তিন দোকান

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ১৮:০৩ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

ঈশ্বরদীতে ভয়াবহ আগুনে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই তিনটি দোকানের মালামালসহ পুড়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

দূর্ঘটনার খবর পেয়ে আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।

সোমবার (৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজারে ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রুপপুর মডার্ণ ফায়ার সার্ভিস ও রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র মডার্ণ ফায়াস সার্ভিস নামে দুটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হলো শরিফুল ইসলামের জিন্স ফ্যাশন, আলমগীর হোসেন এবং তার স্ত্রী সুমাইয়ার মাষ্টার টেইলর, মিতালী লেডিস কর্ণার ও কসমেটিক্স এবং আব্দুল হালিমের মোহন গার্মেন্টস।

স্থানীয়রা জানান, দোকানপাট বন্ধ করার পাঁচ মিনিট পরই হঠাৎ করে জিন্স ফ্যাশন নামে এই দোকানের ভিতর থেকে ধোঁয়া বের হতে শুরু হয়। পরে পার্শ্ববর্তী আরো দুই দোকানে আগুনের তীব্রতা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ততক্ষণে তিনটি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

রুপপুর গ্রীণসিটি মডার্ণ ফায়ার সার্ভিসের ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, আওতাপাড়া বাজারে হঠাৎ করে একটি গার্মেন্টস এর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় আগুন ছড়িয়ে কসমেটিকস দোকানসহ তিনটি দোকান পুড়ে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বলা যাবে।

এদিকে অগ্নিকান্ডের ঘটনার খবর শুনেই মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। এসময় তিনি পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের সহমর্মিতা জানান এবং প্রাথমিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেন।