ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কচুয়ায় ৫৮১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

কচুয়ায় ৫৮১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে কচুয়া উপজেলায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। কচুয়া উত্তর বাজার ও পলাশপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে ৩টি মুদি পাইকারি দোকান থেকে প্রায় ৫৮১ কেজি অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ ও অবৈধ পলিথিন বিক্রির দায়ে ৩ দোকানীকে ১২ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে।

মঙ্গলবার সকালে কচুয়া উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর এর উপপরিচালক মোঃ মিজানুর রহমান, সহকারী পরিচালক মোঃ হান্নানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগন।

মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর এর পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। কোর্টে আইন শৃংখলা রক্ষায় কচুয়া উপজেলার একদল চৌকস পুলিশ বাহিনী সহযোগিতা করেন। পরবর্তিতে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কচুয়া,পলিথিন,জব্দ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত