কিশোরগঞ্জে জয়কৃষ্ণ বর্মনের বাড়িতে হামলা ও লুটপাটের নেতৃত্বদানকারী সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানবন্ধন করেছে হিন্দু সম্প্রদায়।
বুধবার (৬ নভেম্বর) বেলা ১১ টায় জেলা শহরের কালীবাড়ির সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্টিত হয়।
ভুক্তভোগীরা বলেন, ৫ আগস্ট সরকার পতনের পরপরই বিএনপি সমর্থিত স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস তার দলবল নিয়ে সদর উপজেলার ব্রাহ্মণকচুরী গ্রামের জয়কৃষ্ণ বর্মনের বাড়িতে হামলা করে ভাংচুর ও লুটপাট করে সকল মালামালসহ ঘরের দরজা-জানালা খুলে নিয়ে যায়। এসময় ঐ পরিবারের সদস্যদেরও এলাকা ছাড়া করে হামলাকারিরা।
পরে ২৩ সেপ্টেম্বর সদর মডেল থানায় জয়কৃষ্ণ বর্মনের স্ত্রী গীতা রানী বর্মন বাদি হয়ে মামলা দায়ের করেন। এর পর থেকে মামলা তুলে নেওয়ার জন্য হামলাকারিরা হুমকী দিতে থাকে।
অতিসত্বর অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানানো হয় মানববন্ধনে।