চকপাড়া উন্নয়নের সোপান ইসলামী সংঘের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত মিথ্যা, বানোয়াট ও অর্থ আত্মসাতের সংবাদ প্রকাশের বিরুদ্ধে প্রতিবাদ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) সকাল ১১টায় শেরপুরের গাজিরখামার ইউনিয়নের চকপাড়া কড়ইকান্দা গ্রামে উন্নয়নের সোপান ইসলামী সংঘের প্রধান উপদেষ্টা আব্দুর রশিদ লিখিত বক্তব্য পাঠ করে বলেন, শেরপুর সদর উপজেলার ৪নং গাজীর খামার ইউনিয়নের চকপাড়া কড়ইকান্দা গ্রামে অবস্থিত উন্নয়নের সোপান ইসলামী সংঘ একটি আর্থ সামাজিক উন্নয়ন মূলক সংগঠন। এই সংগঠনটির উদ্যোগে প্রতি বছর তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করিয়া থাকি। প্রতিবারের ন্যায় এবারও ২০২৪ সালের ১লা নভেম্বর তারই ধারাবাহিকতা ধরে মাওলানা রফিকুল ইসলাম মাদানী কে প্রধান বক্তা করে ৮ম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়। উক্ত তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান বক্তা একই দিনে একাধিক ওয়াজ মাহফিলের প্রোগ্রাম থাকায় আমাদের তাফসীরুল কুরআন মাহফিলে যথাসময়ে উপস্থিত হইতে পারেন নাই। যদিও সে গাজীর খামার বাজার পর্যন্ত এসেছিল তা একাধিক গন্যমান্য ব্যক্তি ও অটোরিক্সা চালকদের সাক্ষ্য প্রমাণে প্রমাণিত। উন্নয়ের সোপান ইসলামী সংঘ সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই ৩০ জন সদস্য নিয়ে এলাকায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে থাকি। যেমন এলাকায় অসহায় দুস্থ্য রোগীদের আর্থিক সহযোগীতা, অসহায় ও অভিগরীব পরিবারের বিবাহের আর্থিক সহযোগীতা এবং বিভিন্ন মসজিদ- মাদ্রাসায় উক্ত সংগঠনের পক্ষ থেকে সামর্থ অনুযায়ী সার্বিক সহায়তা করে থাকি। এবছর ৮ বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান বক্তা উপস্থিত না থাকায় এলাকার কিছু দুষ্কৃতিকারী ব্যক্তিরা আমাদের উন্নয়নের সোপান ইসলামী সংঘ সংগঠনটির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মিথ্যা, ভিত্তিহীন, মনগড়া খবর পোষ্ট করে আমার সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য ঐ দুষ্কৃতি মহলটি উঠে পড়ে লেগেছে ।
প্রিয় সাংবাদিক ভায়েরা আপনাদের লেখনীর মধ্য দিয়ে ৪নং গাজীর খামার ইউনিয়নে চকপাড়া কড়ইকান্দা গ্রামে অবস্থিত উন্নয়নের সোপান ইসলামী সংঘ সংগঠনটির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রকাশিত মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন খবর যে বা যাহারা প্রকাশ করেছে তাহাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রধান বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানীর প্রতিষ্ঠিত নেত্রকোনা মাদ্রাসায় আমরা স্ব-শরীরে উপস্থিত হইয়া আমাদের মাহফিলে উপস্থিত হওয়ার শর্তে বায়না বাবদ সাত হাজার টাকা অগ্রিম প্রদান করিয়াছি যাহার সত্য নিষ্ঠ প্রমাণ আমাদের কাছে রয়েছে।