ঢাকা ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে আ.লীগ নেতা মাজহারুল গ্রেফতার

রংপুরে আ.লীগ নেতা মাজহারুল গ্রেফতার

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হত্যা মামলায় গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাজহারুল ইসলাম লেবুকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৬ নভেম্বর) সকালে গংগাচড়া সদর ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাজহারুল ছাত্র-জনতার আন্দোলনে নগরীর সিটি বাজার এলাকায় পুলিশের গুলিতে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হত্যা মামলার ৪৪ নম্বর আসামি।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গংগাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল এমরান।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বিকেলে সিটি বাজার কাঁচামাল আড়তে সবজি কিনতে আসেন সাজ্জাদ। দুপুরের পরেই বাজারের সামনে ছাত্র-জনতার আন্দোলন শুরু হয়। এক পর্যায়ে তিনি আন্দোলনকারীদের পানি ও রুটি দিতে এগিয়ে আসলে বিকেলের দিকে পুলিশ তাকে গুলি করে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃতু ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী জিতু বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে ৫৭ জনকে আসাসি করে মামলা করেন।

ওই মামলায় শেখ রেহেনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি করা হয়েছে।

রংপুর,আন্দোলন,মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত