ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

প্রেমের টানে তুরস্কের যুবক সিরাজগঞ্জে

প্রেমের টানে তুরস্কের যুবক সিরাজগঞ্জে

গভীর প্রেমের টানে তুরস্কের যুবক মুস্তফা ফাইক সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে শাহজাদপুর উপজেলায় এসেছেন। প্রায় সাড়ে ৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ওই উপজেলার কাকিলামারি গ্রামে পৌছেছেন এবং ওই গ্রামের দলিল লেখক কামরুজ্জামান মানিকের মেয়ে কলেজ ছাত্রী প্রেমিকা মল্লিকাকে বিয়ে করলেন তিনি। দুই পরিবারের সম্মতিতে ওই প্রেমিক প্রেমিকা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

এর আগে রোববার রাতে বাংলাদেশে আসেন তুরস্কের ওই যুবক। এ বিয়ে মেনে নিয়ে বিদেশি জামাই পেয়ে মল্লিকার মা ও স্বজনেরা আনন্দ প্রকাশ করেছেন। প্রেমিকা মল্লিকা সাংবাদিকদের বলেছেন, প্রায় ৩ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সট্রাগ্রামে নিজের আইডিতে নিজের ছবি পোস্ট করা হয়। এ ছবি দেখে পছন্দ করেন তুরস্কের যুবক মুস্তফা ফাইক। এরপর আমাদের মধ্যে কথা হয় এবং গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ প্রেমের পরিণতি দিতে সাড়ে ৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছেন মুস্তফা ফাইক। সোমবার রাতে আনুষ্ঠানিকভাবে আমাদের বিয়ে হয়। এ বিয়ে করতে পেরে আমরা আনন্দিত। ভিসা কার্যক্রম শেষ হলে পাড়ি জমাবো তুরস্কে এবং সকলের কাছে দোয়া চান এ নবদম্পত্তি।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আসলাম আলী বলেন, এ বিষয়টি জেনেছি। তুরস্কের ওই যুবক বৈধভাবে এসেছেন এবং তাদের পরিবারের সম্মতিতেই বিয়ে হয়েছে। তবে প্রেমিকা মল্লিকার পরিবারের পক্ষ থেকে এখনও কিছু জানায়নি।

সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত