রংপুর জেলার পীরগঞ্জ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের মানিকগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সামিউর রহমান কম্পনকে গ্রেফতার করা হয়েছে। সে মানিকগঞ্জ জেলার সর্বত্র মূর্তিমান আতংক হিসেবে পরিচিত।
বুধবার দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
ছাত্র-জনতার আন্দোলনের সময় মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয় ভাংচুর ও পোড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে মানিকগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। দীর্ঘদিন পর হলেও কম্পনের গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
পুলিশ জানায়, সামিউর রহমান কম্পনকে গ্রেপ্তারের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাদের পাইপ বেয়ে পালিয়ে নামার সময় আহত হয়। চিকিৎসার জন্য তাকে রংপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থ্য হওয়ার পর তাকে মানিকগঞ্জে আনা হবে।
গত ২৫ সেপ্টেম্বর মানিকগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মুরাদ হোসেন বাদী হয়ে ৯১ জনের নাম উল্লেখ করে মানিকগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ বলেন, মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর অগ্নি সংযোগসহ ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় এজাহার ভুক্ত আসামি সামিউর রহমান কম্পনকে রংপুরের পীরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।