ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

চকরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমাণ পলিথিন জব্দ

চকরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমাণ পলিথিন জব্দ

কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় বদরখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মো. এরফান উদ্দিন বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার উপকূলীয় বদরখালী বাজারে এ অভিযান পরিচালনা করেন।

এ সময বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে অন্তত ২০০ শত কেজি বিক্রয় নিসিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে পরিবেশের জন্য ক্ষতিকর ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রির অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী দু'টি মামলায় দুই ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানের সময় থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা ছাড়াও উপজেলা প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন বলেন, সারাদেশে নিষিদ্ধ পলিথিন ও পলি পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহার বন্ধের অংশ হিসেবে চকরিয়ার উপকূলীয় বদরখালীতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পরিবেশের জন্য ক্ষতিকর ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রির অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী দু'টি মামলায় দুই ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং আনুমানিক ২০০ শত কেজি পলিথিন জব্দ করা হয়। পরিবেশের সুরক্ষা বজায় রাখবার জন্যে পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এই পলিথিনের বিরুদ্ধে আগামীতেও প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

চকরিয়া,আদালত,ভূমি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত