ঢাকা ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ভোলার সাত উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার জেলা ও উপজেলায় পৃথক পৃথক ভাবে আলোচনা সভা ও র‍্যালি প্রদক্ষিণের মাধ্যমে দিবসটি পালিত হয়।

সকাল থেকে ভোলা সদরের কালীনাথ রায়ের বাজার জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকে দলটির নেতাকর্মীরা। পরে কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল র‍্যালি বের করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

এর আগে বিএনপির কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি আসিফ আফতাব সহ আরো অনেকে সিনিয়র নেতৃবৃন্দ।

এছাড়ও বোরহানউদ্দিন, দৌলতখান, তজুমদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির মধ্যে দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসটি পালিত হয়। এসময় উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, এ দিনটিকে সামনে রেখে আমাদেরকে আগামীর জন্য প্রস্তুত করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। পাশাপাশি গণতন্ত্র রক্ষায় সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাওয়ার আহবান জানান।

বিপ্লব,সংহতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত