জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি'র রংপুর জেলাও মহানগর শাখা বিক্ষোভ মিছিল কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে বিএনপি'র রংপুর সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম। রংপুর জেলা বিএনপির আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক ঐতিহাসিক সমাবেশে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু । রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, পৌর বিএনপির আহ্বায়ক সাবেক কাউন্সিল সাইফুল আজাদ ও সদস্য সচিব ইয়াতিমুল হাসান লিটন মাষ্টার ।
জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিল বের হয়ে প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে স্কাধীনতা চত্বরে গিয়ে শেষ হয় ।পওে প্রধান অতিথির আসাদুল হাবিব দুলু বলেন, দেশের কঠিনতম ক্রান্তিকালে দেশের আপামর জনগণের অনাবিল ভালোবাসা আর প্রত্যাশার স্বপ্নপুরুষ হয । নতুনভাবে আবির্ভূত হয়েছিলেন ৭ নভেম্বর বিপ্লবের মহানায়ক দেশের সফলতম রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম।যিনি ২৬শে মার্চ ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রহরে বিপর্যস্ত আর নেতৃত্বহীন জাতির সামনে প্রত্যাশা আর প্রত্যয়ের প্রতীক হয়ে অসীম সাহসে বিদ্রোহী কন্ঠে উচ্চারণ করেছিলেন “ডব জবাড়ষঃ’’ আর তার পরপরই তারই প্রত্যয়ী কন্ঠে ঘোষিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা। দেশের সকল ক্রান্তিকালে সকল ভয়কে জয় করে সামনে থেকে বারবার নেতৃত্ব দেয়ার এমন অনন্য উদাহরণের নাম জিয়াউর রহমান।