ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কক্সবাজারে ডাকাতির প্রস্তুতি, ছয় ছিনতাইকারী আটক

কক্সবাজারে ডাকাতির প্রস্তুতি, ছয় ছিনতাইকারী আটক

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টেরে ঝাউবাগানে বসে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জন পেশাদার ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। শুক্রবার (৮ নভেম্বর) রাত দেড়টার দিকে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে এই ছয় ছিনতাইকারীকে আটক করেন। তাদের কাছ থেকে ছয়টি ছুরি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান এই তথ্য জানিয়েছেন।

আটককৃতরা হলেন, ঝিলংজা নতুন জেল গেইট এলাকার মৃত আব্দুল সেলিম প্রকাশ আব্দুস সালামের পুত্র মোঃ আইয়ুব (৩৪) কক্সবাজার পৌরসভার ৯নং ওয়ার্ড বাদশাঘোনার এলাকার মৃত বাদশা মিয়ার পুত্র হৃদয় নিশান প্রকাশ মানিক (২০), ঝিলংজা নতুন জেল গেইট এলাকার মৃত জাহাঙ্গীরের পুত্র মোঃ তোফাজ্জল হোসেন প্রকাশ নয়ন (২৪), রামু উপজেলার কাউয়াখোপের লট উখিয়ারঘোনার এলাকার মমতাজ মিয়ার পুত্র রিয়াজ উদ্দিন (১৮), কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ড পাহাড়তলী এলাকার মৃত মোঃ আলী জোহরের পুত্র মাহমুদ ইমাম শরীফ (১৮), এবং ঝিলংজা ইউনিয়নের পানেরছড়া চাইল্যাতলী এলাকার নূরুল হকের পুত্র শফিউল করিম (২৮)।

মো. কামরুজ্জামান জানান, সুগন্ধা পয়েন্ট সমুদ্র সৈকত লাগোয়া ঝাউবাগানে বসে একদল ছিনতাইকারী ডাকাতির প্রস্তুতি নেয়ার গোপন খবর পায় র‌্যাব। এই খবর পেয়ে র‌্যাবের একটি দল দ্রুত ওই স্থানে অভিযান চালায়। অভিযানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালাতে চেষ্টা করেন। কিন্তু র‌্যাব সদস্য ছয়জন ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের দেহ তল্লাশী করে ছয়টি ছুরি উদ্ধার করা হয়।

আটক ছয়জনই পেশাদার ছিনতাইকারী। তারা অস্ত্রের মুখে জিম্মি করে পর্যটকদের সর্বস্ব ছিনিয়ে নেয়ার পরিকল্পনা করছিলো বলে জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে। আইনগত প্রক্রিয়ার জন্য তাদেরকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা

আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত