ঢাকা ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

মানিকগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ: যুবকের উপর হামলা

মানিকগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ: যুবকের উপর হামলা

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে বিপাকে পড়েছে কাউসার আলী (৪০)। মাদকাসক্ত দুই সহোদরের বেধড়ক মারধরে গুরতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে সে। এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

বুধবার রাত নয়টার সময় মানিকগঞ্জ পৌর এলাকার খান বাহাদুর আওলাদ হোসেন কলেজের সামনে থেকে হামলার শিকার হয় কাউসার আলী। এরপর জিম্মি করে রিকশায় তুলে বাসস্ট্যান্ডের কসাইপট্টিতে দ্বিতীয় দফা হামলা করা হয়। এলোপাতাড়ি মারধরে সেখানে অজ্ঞান হয়ে গেলে তাকে বাড়ির সামনে ফেলে যায় দুর্বৃত্তরা।

হামলার শিকার কাউসার আলী (৪০) পৌর এলাকার পূর্ব দাশড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। ।

ভুক্তভোগী কাউসার আলী জানান, পাঁচ থেকে ছয় মাস আগে ৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজার নেতৃত্বে মাদক প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হয়। মাদক প্রতিরোধ কমিটির পক্ষ থেকে কালামের দুই ছেলে রিয়াদ ও রোমানকে এলাকায় মাদক সেবন ও ব্যবসা করতে নিষেধ করা হয়। এরপরও তারা মাদক সেবন ও ব্যবসা অব্যহত রাখলে পৌর কাউন্সিলরের নেতৃত্বে রোমান ও রিয়াদকে শাসন করা হয়। এ ঘটনার প্রতিশোধ নিতে তারা মিয়ার ছেলে তারেক (৪০), মৃত হোসেন আলীর ছেলে কালাম (৪৮), তার ছেলে রোমান (২৫), রিয়াদ (১৬) ও ইমন (২২) এবং কালামের স্ত্রী শিউলি (৪০) আমার উপর হামলা করে। তাদের বাড়ি পূর্ব দাশড়া এলাকায়।

ভুক্তভোগী কাউসারের বাবা আব্দুল বারেক বলেন, প্রতিবেশী কালামের নেতৃত্বে তার ছেলেরা আমার ছেলেকে মেরে অজ্ঞান করে বাড়ির পাশে ফেলে রেখে যায়। স্থানীয়দের সহযোগিতায় আমার ছেলেকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মানিকগঞ্জ,মাদক,প্রতিরোধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত