চাঁদপুরে দালালদের হামলায় সমন্বয়ক আহত
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ১৫:২২ | অনলাইন সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে দালালদের হামলার শিকার হয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক রাকিব ভূঁইয়া আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনাটি ঘটেছে,শনিবার (৯ নভেম্বর) রাতে হাসপাতালের সামনের তাকওয়া ডায়াগনস্টিকের সামনে।
আহত রাকিব ভূঁইয়া চাঁদপুর সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। বর্তমানে রাকিব চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ওয়ান স্টফ ইমারজেন্সি কেয়ারে চিকিৎসাধীন রয়েছেন।
বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা জানান, ৫ আগস্টের পর সদর হাসপাতালের দালালমুক্ত ও সেবা প্রদান কর্মসূচি শুরু করে। এজন্য হাসপাতালে তাদের ২৪ জন বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সন্ধ্যার পর এক দালাল সদস্য রোগী নিয়ে যাওয়ার সময় বাধা দিলে সিয়াম নামের এক দালালসহ দলবল নিয়ে রাকিব ভূঁইয়ার উপর হামলা চালায়।
এদিকে ঘটনাস্থলে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ পরিদর্শনকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকওয়া ডায়াগনস্টিক সেন্টারটি তালা মেরে বন্ধ করে দেয়। আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের আটকের দাবি করেন শিক্ষার্থীরা।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, এই বিষয়ে আমরা এখনো কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।