ঢাকা ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বরিশালে ২ ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ

বরিশালে ২ ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ

সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ঘোষিত শহীদ নূর হোসেন দিবস পালনকে কেন্দ্র করে রাজধানী ঢাকার বাইরে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে বরিশাল নগরীতেও। আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতিহত করতে সকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি ছাত্রদল নেতাকর্মিদের রাজপথে সোচ্চার থাকতে দেখা গেছে।

নগরীর প্রানকেন্দ্র সদররোডস্থ্য অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেয় ছাত্রদলের নেতা কর্মীরা। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মিরা সদর রোডে মিছিল বের করে। এছাড়া সকাল থেকে বিএম কলেজ ক্যাম্পাস অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এখান থেকে সাধারণ শিক্ষার্থীরা দুইজন ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশের নিকট সোপর্দ করে।

বেলা ১২টায় বিএম কলেজ ক্যাম্পাস থেকে দুইজন ছাত্রলীগ কর্মীকে সাধারণ শিক্ষার্থীরা আটক করে বিক্ষোভ সহকারে কোতোয়ালী মডেল থানায় নিয়ে আসে। তাদের দাবি সকাল থেকে আটককৃত ছাত্রলীগ কর্মীরা ক্যাম্পাসে নাশকতা চালানোর পায়তারা করছিল। তাদের মোবাইল ফোন চেক করে প্রমানিত হয় তারা ছাত্রলীগের কর্মী। আটককৃতরা বিএম কলেজের মাস্টার্সের ছাত্র কৌশিক ও রাশেদ।

তবে এর বাইরে তেমন কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বরিশাল,ছাত্রলীগ,পুলিশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত