র‌্যাবের যৌথ অভিযানে সাবেক এমপির সহচর চানু গ্রেফতার 

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ১৯:১৬ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের র‌্যাব -১২ সদস্যরা যৌথ অভিযান চালিয়ে হত্যা মামলার অন্যতম পলাতক আসামি শুভ তালুকদার চানুকে (৩৩) গ্রেফতার করা হয়েছে। সে সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদনগর মহল্লার মৃত ইসলাম তালুকদারের ছেলে এবং স্থানীয় সাবেক এমপি জান্নাত আরা হেনরী’র সহচর।

র‌্যাব -১২’র কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে র‌্যাব -১২’র অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম’র দিক নির্দেশনায় র‌্যাব-১২, সিপিএসসি ও বগুড়ার একটি চৌকস অভিযানিক দল বগুড়া সদর উপজেলার কানজগাড়ি এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এরআগে ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সোহানুর রহমান রঞ্জু খানকে শহরের এস.এস. রোড এলাকায় কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগান দিয়ে উল্লাস করতে করতে মিছিলে থাকা অন্যান্য ব্যক্তিদেরকে হত্যার উদ্দেশ্য ধাওয়া করে।

এছাড়াও সে সরকার পতনের আন্দোলনরত ছাত্র জনতার উপর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে হামলার কথাও স্বীকার করে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট  থানায় ২টি হত্যা মামলা দায়ের করা হয়।