ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

উখিয়ায় নাশকতার পরিকল্পনার সময় ছাত্রলীগ নেতা অস্ত্রসহ জনতার হাতে আটক

উখিয়ায় নাশকতার পরিকল্পনার সময় ছাত্রলীগ নেতা অস্ত্রসহ জনতার হাতে আটক

কক্সবাজারের উখিয়ায় নাশকতার পরিকল্পনা করার সময় দেশীয় তৈরি ওয়ান শুটারগান (এলজি) ও বিপুল পরিমাণ লাঠিসোটাসহ নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক সালা উদ্দিনকে অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। সে জালিয়াপালং ইউনিয়নের হাজী নুরুল ইসলামের ছেলে।

জানা গেছে, শনিবার ( ৯ নভেম্বর) রাত ১২ টার দিকে পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ ঘটনায় উখিয়া থানার উপ-পরিদর্শক মো: ইকবাল হোসেন বাদী হয়ে সালা উদ্দিন প্রধান আসামী করে ৯জনের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা রুজু করে। যার মামলা নং ১২, তারিখ- ১০/১১/২০২৪ইং।

অপরাপর আসামীরা হল- পালংখালী ৪নং ওয়ার্ডের বাসিন্দা মো: ইউসুফের ছেলে মিজানুর রহমান (১৯), শাহ আলমের ছেলে রিয়াজ উদ্দিন জিসান (২২), জালিয়াপালং পাইন্যাশিয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে তারেক হোসেন মানিক (৩০), বালুখালীর মৃত হোসেন আহাম্মদ এর ছেলে ফজল কাদের ভুট্টো, পালংখালী ৮নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আহমদ উল্লাহর ছেলে আলী আহমদ (৪২), জালিয়াপালং পাইন্যাশিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে ওসমান জয় মানিক (২৬), বালুখালী ২নং ওয়ার্ডের মৃত নুর আহমদের ছেলে সৈয়দ নুর (৩৮), মৃত নুর আহমদের ছেলে আলমগীর (৩৩) সহ অজ্ঞাতনামা ৩/৪ জন।

উখিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোছাইন জানিয়েছেন অস্ত্রসহ ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাপর আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, একই দিন উখিয়া পালংখালী থেকে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৪টি আরজে হ্যান্ড গ্রেনেড ও ৫টি এম-সিক্স সেভেন হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে।

কক্সবাজার,উখিয়া,যৌথবাহিনী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত