ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকান্ডে হতাহতদের পরিবারে আর্থিক সহায়তা 

ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকান্ডে হতাহতদের পরিবারে আর্থিক সহায়তা 

ময়মনসিংহ নগরীতে আজাহার ফিলিং স্টেশনে অগ্নিকান্ডের ঘটনায় হতাহতদের পরিবারে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ সময় দুইটি নিহত পরিবার এবং একটি ক্ষতিগ্রস্থ ব্যবসায়িকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়।

সোমবার (১১ নভেম্বর) বিকালে নগরীর কাঠগোলা এলাকার একটি বাসায় অগ্নিকান্ডে নিহতদের স্বজনদের ডেকে এনে এই আর্থিক সহযোগীতা দেয় ইন্ট্রাকো এলপিজি লিমিটেড।

এর মধ্যে নিহত ফিলিং স্টেশনের কর্মচারি তোফাজ্জল হোসেনের স্ত্রী ফারহানা আক্তার এবং মুদি দোকানি আবুল হোসেনের স্ত্রী লাভলী বেগমের হাতে নগদ এক লাখ টাকা প্রদান করা হয়। এ সময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ি আজিজুল হককেও ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।

এই বিষয়ে ইন্ট্রাকো এলপিজি লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) মো. মুকুল আহমেদ বলেন, এটি একটি দুর্ঘটনা। এ ঘটনায় আমরাও মর্মাহত। তাই মানবিক কারণে আমাদের কোম্পানির পক্ষ থেকে হতাহতদের পরিবার ও ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে হতাহত অন্য পরিবারগুলোকেও এই সহযোগীতা প্রদান করা হবে।

প্রসঙ্গত, গত ৪ নভেম্বরে আজাহার ফিলিং স্টেশনে গ্যাস লিকেজ থেকে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনায় ইতোমধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে আরও চারজন আহত অবস্থায় চিকিৎসাধীন আছে বলে জানা গেছে।

সহায়তা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত