টেকনাফে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ নারী আটক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ২০:৫১ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে ৪ হাজার ৭৪০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) সকালে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) দমদমিয়া চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক রায়লা বেগম (৫৫) টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের মৃত তৈয়ব গোলালের মেয়ে।
লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, সোমবার সকাল ৮টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী পালকি পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশির জন্য থামানো হয়। তল্লাশির এক পর্যায়ে বাসে থাকা এক নারী যাত্রীর (৫৫) আচরণ সন্দেহজনক মনে হয়। পরে চেকপোস্টে কর্তব্যরত মহিলা বিজিবি সদস্যরা ওই নারীকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করেন। তল্লাশিকালে তার হাতে থাকা নাস্তার ব্যাগে অভিনব কায়দায় লুকানো ৪ হাজার ৭৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ইয়াবাসহ আটক নারীকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ তৎপর রয়েছে। মাদক নির্মূলে সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।