সিরাজগঞ্জে সংগঠন পরিপন্থী কার্যকলাপের অভিযোগে বিএনপির ৪ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হান্নান খানকে দায়িত্ব পালনে সহযোগিতার অভিযোগে তাদেরকে ৩ মাসের জন্য এ অব্যাহতি দেয়া হয়।
তারা হলেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ভিপি আইনুল হক, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির উপদেষ্টা কামরুল ইসলাম বাবলু, ওই ইউনিয়নের সাবেক সভাপতি হাফিজুর রহমান আকন্দ ও সাবেক সাধারন সম্পাদক আবু হানিফ খান। একই কারনে জেলা বিএনপির নির্বাহী সদস্য রাহিন মান্নান লেলিন, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মোমিন সরকার, সাধারন সম্পাদক আবু সামা ও সহ-সভাপতি খন্দকার মো: শামিউল ইসলাম শামীমকে তিরস্কারসহ সর্তক এবং যুবদল ও ছাত্রদলের আরো ৬ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জন্য জেলা যুবদল ও ছাত্রদলকে নির্দেশ দেয়া হয়েছে।
রোববার রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর চান্দাইকোনা ইউপির চেয়ারম্যান ও জেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল হান্নান খান আত্বগোপনে চলে যায়। এরপর ২৩ সেপ্টেম্বর দুপুরে অভিযুক্ত বিএনপির নেতারা ওই আ’লীগ নেতাকে ডেকে এনে ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহনে সহযোগিতা করেন।
এ সংক্রান্ত ছবি ও ভিডিও ভাইরাল হলে ঘটনার তদন্তে জেলা বিএনপির যুগ্ন সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসানকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে এ কমিটি জেলা বিএনপির কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে। এ প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত ৮ নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করে জেলা বিএনপি।