ঢাকা ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ঈশ্বরগঞ্জে ৬৫ জনের বিরুদ্ধে ভূয়া মুক্তিযোদ্ধার অভিযোগ

ঈশ্বরগঞ্জে ৬৫ জনের বিরুদ্ধে ভূয়া মুক্তিযোদ্ধার অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ে একটি অভিযোগের প্রেক্ষিতে ভূয়া মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কর্যক্রম শুরু হয়েছে। ৬৫ জন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ভুয়া ও অমুক্তিযোদ্ধার অভিযোগ প্রদান করেন ইমাম উদ্দিন নামের এক মুক্তিযোদ্ধা।

সোমবার (১১ নভেম্বর) ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন যাচাই-বাছাই এর কার্যক্রম শুরু করেন।

অভিযোগকারী বীর মুক্তিযোদ্ধা ইমাম উদ্দিন জানান, ঈশ্বরগঞ্জে ৬৫ জন ভুয়া মুক্তিযোদ্ধা আছে। ততকালীন সময় তারা ভূয়া কাগজ পত্র দাখিল ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে গেজেট ভুক্ত হয়ে ভাতাসহ সরকারি সকল সুযোগ-সুবিধা ভোগ করছে। এতে করে আমাদের মতো প্রকৃত মুক্তিযোদ্ধাদের মর্যাদা ক্ষুণ্ণ হয়। আমি এর আগেও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে বহুবার অভিযোগ করেছি কিন্তু কোন এক কারণে তদন্ত হয় নাই।

বিষয়টি নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা চলছে। যাচাই-বাছাই শেষে ইউএনও স্যারের কাছে প্রতিবেদন দেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় হতে ৬৫ জনের একটি তালিকা পেয়েছি। তারই প্রেক্ষিতে এই সকল মুক্তিযোদ্ধাদের নোটিশ করা হয়েছে। আজ সকাল থেকে তাদের যাচাই বাছাই চলছে। যাচাই বাছাই শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়ে দেওয়া হবে।

ঈশ্বরগঞ্জ,ভূয়া মুক্তিযোদ্ধা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত