আরসার শীর্ষ সন্ত্রাসী ছৈয়দুল আমিন গ্রেপ্তার

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ১৩:৪৩ | অনলাইন সংস্করণ

  উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে আরসার শীর্ষ সন্ত্রাসী সাতটি হত্যা মামলার আসামী সৈয়দুল আমিন (২৪) গ্রেপ্তার করা হয়েছে। সে ক্যাম্প-১৮, এফসিএন-২৭৯৪৯৪, ব্লক-এল/১৮ এর বাসিন্দা মৃত ইউসুফ আলীর ছেলে।

সোমবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে পালংখালী ইউনিয়নের ময়নাঘোনা রোহিঙ্গা ক্যাম্প -১৮ এর ব্লক-এম/১৭ ব্লকে এই অভিযান পরিচালনা করা হয়।

ধৃত ব্যক্তির বিরুদ্ধে আরো দুটি পুলিশ এসোল্ট মামলা রয়েছে। এ সময় তার কাছ থেকে ২টি হ্যান্ড গ্রেনেড, ১ দেশীয় তৈরি শর্ট গান, ৪ রাউন্ড শর্ট গানের কার্তুজ উদ্ধার করা হয়।

৮-এপিবিএন এর ভারপ্রাপ্ত অধিনায়ক (পুলিশ সুপার) খন্দকার ফজলে রাব্বী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে আরসার সন্ত্রাসীরা অবস্থানের নিশ্চিত হলে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার উক্য সিং (পিপিএম) সহকারী ক্যাম্প কমান্ডার (সহকারী পুলিশ সুপার) জহিরুল হক ভূঁইয়া, পুলিশ পরিদর্শক (সঃ) মোঃ আব্দুস সামাদ মোল্লা, এসআই (নিঃ) মোঃ আরিফুজ্জামান, এসআই (নিঃ) মোঃ মোতালেবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন বলে তিনি জানান।