সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার ওলামা লীগের সাবেক নেতা কাজী মওলানা আলী আকবরের বিরুদ্ধে বিধি বহিঃর্ভূতভাবে অসংখ্য বাল্যবিবাহ নিবন্ধন (রেজিস্ট্রি) করার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই এ অভিযোগে তদন্ত শুরু হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উক্ত উপজেলা ওলামা লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর ওই ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার হিসেবে মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রার বিধিমালার আইন লংঘন করে বাল্য বিবাহ রেজিস্ট্রি করছেন। ১২ বছর থেকে ১৬ বছরের কিশোর-কিশোরীসহ শিক্ষার্থীদের বিবাহ রেজিস্ট্রি করেন এবং তিনি দীর্ঘদিন ধরে মোটা অঙ্কের অর্থ নিয়ে এ অবৈধ কাজ করেন। আওয়ামী লীগ সরকার আমলে এমন অসংখ্য অবৈধ কাজ করেছেন। তিনি প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে সে সময় কেউ মুখ খুলতে সাহস পায়নি। অবশেষে ওই ইউনিয়নের মাদলা গ্রামের জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে নিবন্ধন অধিদপ্তর মহা পরিচালক বরাবর অভিযোগ করেছেন। তবে ওই কাজী রেজিস্টারের সঙ্গে যোগযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা সাব-রেজিস্ট্রার মো. রবিউল ইসলাম আলোকিত বাংলাদেশকে বলেন, ওই নিকাহ রেজিস্ট্রারের বিরুদ্ধে একটি অভিযোগ পাওয়া গেছে এবং ইতিমধ্যেই তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।