ঢাকা ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সখীপুরে ৮ ব্যবসায়ীকে জরিমানা, কয়েক মণ পলিথিন জব্দ

সখীপুরে ৮ ব্যবসায়ীকে জরিমানা, কয়েক মণ পলিথিন জব্দ

টাঙ্গাইলের সখীপুরে নিষিদ্ধ পলিথিন বিরোধী যৌথ অভিযান চালানো হয়েছে।

মঙ্গলবার সকালে অভিযানে উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বাজার মনিটারিং কমিটি, জনপ্রতিনিধি, বণিক সমিতির প্রতিনিধিসহ গণমাধ্যম কর্মীরাও ছিলেন। নেতৃত্ব দেন ইউএনও মোহাম্মদ হোসেন পাটোয়ারী।

জানা গেছে, চলতি মাসের শুরুতেই সরকার থেকে সব জায়গায় পরিবেশের জন্য ক্ষতিকারক পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হয়। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত সখীপুর পৌরশহরের বিভিন্ন এলাকা এবং কালিয়া ইউনিয়নের কচুয়া বাজারে নিষিদ্ধ পলিথিন বিরোধী যৌথ অভিযান চালানো হয়েছে। সখীপুর পৌরশহরের ডাল পট্টি ও পোল্ট্রি মুরগি বিক্রির এলাকায় অভিযান চালানো হয়। এতে পলিথিন বিক্রির দায়ে ডাল পট্টির ব্যবসায়ী আয়নাল হককে ২০ হাজার, লুৎফর রহমানকে ৮ হাজার, নাছির উদ্দিনকে ৫ হাজার, শফিকুল ইসলামকে ৩ হাজার, তোমেজ উদ্দিনকে ৫ হাজার, আরফান আলীকে ৩ হাজার ও দেলুয়ার হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও উপজেলার কচুয়া বাজারের ব্যবসায়ী জুয়েল তালুকদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় পৌরশহর ও কচুয়া বাজার থেকে কয়েক মণ পলিথিন জব্দ করে তা নষ্ট করে ফেলেন ভ্রাম্যমাণ আদালতের টিম। এ প্রসঙ্গে সখীপুরের ইউএনও মোহাম্মদ হোসেন পাটোয়ারী বলেন, সরকারের নির্দেশনার অংশ হিসেবে পরিবেশের ক্ষতিকারক পলিথিন বন্ধে যৌথ অভিযান চালানো হয়েছে। পলিথিন রাখা ও বিক্রির দায়ে ৮ ব্যবসায়ীকে মোট ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও যোগ করেন তিনি।

জব্দ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত