ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কক্সবাজারে নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটির সভা 

কক্সবাজারে নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটির সভা 

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন ১৩২৫-এর আলোকে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে কক্সবাজার সদর উপজেলার স্টিয়ারিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ নভেম্বর) কক্সবাজার বিএডিসি হল রুমে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় পর্যায়ে নারী নিরাপত্তা, ক্ষমতায়ন এবং শান্তি প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

গ্লোবাল নেটওয়ার্ক অফ উইমেন পিসবিল্ডার্স (জিএনডব্লিউপি)-এর সহযোগিতায় বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) পরিচালিত “টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশি নারীদের ক্ষমতায়ন” প্রকল্পের আওতায় গত সেপ্টেম্বর মাসে চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় কক্সবাজার সদর উপজেলার সরকারি কর্মকর্তা, নারী নেত্রী, শিক্ষক, সংস্কৃতিকর্মী, স্থানীয় সরকার এবং যুব প্রতিনিধিদের নিয়ে স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। এসময় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন স্টিয়ারিং কমিটির সদস্য মা টিন টিন। যৌথভাবে সভা পরিচালনা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের মাঠ সমন্বয়কারী এস.জেড.এম আবু রায়হান ও কক্সবাজার স্টিয়ারিং কমিটির সমন্বয়ক এবং প্রকল্প সমন্বয়কারী মো. শফিকুল ইসলাম ফরাজী।

সভায় নারী ও শিশুর সহায়তা ডেস্ক কর্মকর্তা উপ-পরিদর্শক শিপা রাণী বড়ুয়া, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, সাবেক জেলা পরিষদ সদস্য হুমাইরা বেগম, ইউএনকেএস নির্বাহী পরিচালক সুব্রত দত্ত, কক্সবাজার কোস্টাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কলিম উল্লাহ, নাগরিক আন্দোলনের আহ্বায়ক মঈন উদ্দিন হাসান শাহেদসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি বক্তব্য রাখেন।

এছাড়াও বিএনপিএস-এর পরিচালক শাহনাজ সুমি, উপ-পরিচালক নাসরিন বেগম এবং জিএনডব্লিউপি-এর বাংলাদেশ প্রতিনিধি পাহীমা আহমদ অনলাইনে যুক্ত হয়ে সভায় অংশগ্রহণকারীদের বক্তব্য শুনেন এবং প্রয়োজনীয় মতামত প্রদান করেন।

কক্সবাজার,স্টিয়ারিং কমিটি,নিরাপত্তা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত