বীরগঞ্জে ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ১৫:০০ | অনলাইন সংস্করণ
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
“শব্দ শিখুন ভাষা শিখুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে উপজেলা পর্যায়ের ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা।
বুধবার (১৩ নভেম্বর) সকালে গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের ম্যানেজার তুষার লিউ ক্রুশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জুলফিকার আলী শাহ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। নতুন বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় ইংরেজিতে দক্ষতা বাড়াতে হবে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের শেখার মনোভাব দৃঢ় ও দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। যা নতুন প্রজন্মকে বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আবুল কালাম আজাদ, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিহাব জিল কামরান, গুড নেইবারস্ বাংলাদেশের নর্দান এরিয়ার প্রধান সিমান্ত চিসিম, বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম প্রমুখ।ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২৮টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহন করে।