ঢাকা ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

মানিকগঞ্জে ৪৭ আইন কর্মকর্তা নিয়োগ

মানিকগঞ্জে ৪৭ আইন কর্মকর্তা নিয়োগ

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দুঃশাসনামলে নিয়োগকৃত সকল আইন কর্মকর্তাকে প্রত্যাহার করে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ও এর অধীন আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৪৭ জন আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে অন্তবর্তী কালীন সরকার। নবনিযুক্তদের মধ্যে ৩ প্রবীণ আইনজীবি বুধবার (১৩ নভেম্বর) পর্যন্ত জেলা ম্যাজিস্ট্রেট এর নিকট যোগদান পত্র দাখিল করেননি।

জানাগেছে, গত ১০ নভেম্বর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনু বিভাগের উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ আদেশ দেওয়া হয়।

নবনিযুক্ত আইন কর্মকর্তাদের মধ্যে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নিয়োগ পেয়েছেন এ এফ এম নুরতাজ আলম বাহার। তিনি দৈনিক দিনকালের সাবেক মানিকগঞ্জ জেলা প্রতিনিধি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। এছাড়া তিনি বাংলাদেশ টেলিভিশন, দৈনিক ইনকিলাব ও দৈনিক আমার দেশ পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৩ সালের ১৯ এপ্রিল মানিকগঞ্জ আইনজীবী সমিতিতে যোগদান করেন।

এছাড়া মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পি পি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. হুমায়ুন কবির। তিনি ২০০৪ সালে মানিকগঞ্জ আইনজীবী সমিতিতে যোগদান করেন।

এদিকে, নিয়োগকৃতদের মধ্যে সিনিয়র আইনজীবী মেজবাউল হক মেজবাহ, একেএম কায়সার ও কামরুন নাহার সেতু সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের নিকট যোগদান পত্র দাখিল করেননি।

মানিকগঞ্জ,কর্মকর্তা,আওয়ামী লীগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত