সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের সিন্ডিকেটের জিম্মিদশা থেকে মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার দুপুরের দিকে স্থানীয় প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, পৌর জামায়াতে ইসলামের সভাপতি কাওছার আহমেদ, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাহবুবুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক নীরব খান, চলনবিল উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মো. এম এ সাত্তার বিলচলনী প্রমুখ।
বক্তারা বলেন, ভূমি রেজিস্ট্রেশন আইন না মানার কারণে কবলা দলিলে প্রতি লাখে সাড়ে ৬ হাজারের স্থলে ২০ হাজার টাকা পর্যন্ত গুণতে হয় ভ‚মি ক্রেতাদের। দানপত্র দলিলে দিতে হয় ২ হাজার টাকার স্থলে ১৪ হাজার টাকা। এখন সিন্ডিকেটের হাতবদল হয়েছে এবং এ মানববন্ধন শুরুর আগে সিন্ডিকেটের লোকজন মাইক ভেঙে দেয়ার চেষ্টা করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি দাখিল করা হয়েছে।