ঢাকা ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

দলিল লেখক সিন্ডিকেটের মুক্তির দাবিতে মানববন্ধন

দলিল লেখক সিন্ডিকেটের মুক্তির দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের সিন্ডিকেটের জিম্মিদশা থেকে মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার দুপুরের দিকে স্থানীয় প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, পৌর জামায়াতে ইসলামের সভাপতি কাওছার আহমেদ, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাহবুবুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক নীরব খান, চলনবিল উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মো. এম এ সাত্তার বিলচলনী প্রমুখ।

বক্তারা বলেন, ভূমি রেজিস্ট্রেশন আইন না মানার কারণে কবলা দলিলে প্রতি লাখে সাড়ে ৬ হাজারের স্থলে ২০ হাজার টাকা পর্যন্ত গুণতে হয় ভ‚মি ক্রেতাদের। দানপত্র দলিলে দিতে হয় ২ হাজার টাকার স্থলে ১৪ হাজার টাকা। এখন সিন্ডিকেটের হাতবদল হয়েছে এবং এ মানববন্ধন শুরুর আগে সিন্ডিকেটের লোকজন মাইক ভেঙে দেয়ার চেষ্টা করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি দাখিল করা হয়েছে।

সিরাজগঞ্জ,মানববন্ধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত