ঢাকা ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে হত্যা মামলায় ৩ আসামীর যাবজ্জীবন কারাদন্ড

মুন্সীগঞ্জে হত্যা মামলায় ৩ আসামীর যাবজ্জীবন কারাদন্ড

মুন্সীগঞ্জে হত্যা মামলায় ৩ আসামীর যাবজ্জীবন আমৃত্যু কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদন্ডের রায় দিয়েছে আদালত। এসময় অপর আরো ৩ জনকে বে-কসূল খালাস দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি এর রায় দেন। বিষটি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী শামীম আল মামুন।

সাজাপ্রাপ্ত আসামীরা হলেন সদর উপজেলার ভিটি হোগলা গ্রামের ইনু সরকারের ছেলে মুছা সরকার (৪৫), পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার দক্ষিন বলইবুনিয়া গ্রামের মৃত মৌজআলী চৌকিদারের ছেলে সবুজ চৌকিদার (২৮) ও একই জেলার কলাপাড়া উপজেলার নাসনা পাড়া গ্রামের আবুল ফরাজীর ছেলে নজরুল ফরাজী (৩০)। তারা সকলেই মুক্তারপুর ভাড়া থাকেন।

খালাস প্রাপ্ত আসামীরা হলেন- মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বংখিরা গ্রামের আশরাফ শেখের ছেলে আবুল হোসেন (৪০), একই উপজেলার পালগাঁও গ্রামের হাজী আলাউদ্দিন হাওলাদারের ছেলে মোশারফ হোসেন (৩৮) ও অপর আসামী খোরশেদ। রায়ের সময় আসামী মুছা সরকার, নজরুল ফরাজী, সবুজ চৌকিদার পুলিশ হেফাজত হতে আদালতে আনা হয়। অপর আসামী মোশারফ হোসেন জামিনে মুক্ত অবস্থায় আদালতে হাজির ছিলেন। অন্যান্য আসামীরা পলাতক ছিল।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৮ জানুয়ারী সদর উপজেলার মুক্তারপুর রিভারভিউ কোল্ড স্টোরেজ সংলগ্ন মল্লিক রায়ের সরকারী দিঘিতে পানিতে ভাসমান অবস্থায় পুরুষ ব্যাক্তির মৃত দেহ ভাসতে দেখে সংবাদ পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশটি সোয়েটার দিয়ে বাধা অবস্থায় পাটের বস্থায় আটকানো ছিলো। পরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন। এ ঘটনার পরের দিন মুন্সীগঞ্জ থানার কর্তব্যরত পুলিশের এসআই খসরু আহম্মেদ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে সদর থানায় হত্যা মামলা করেন।

মামলাটি দায়ের করার পর লাশের সুরাতাহাল রিপোট আলামত ও আশেপাশের সাক্ষীদের জিজ্ঞাসাবাদে লাশের পরিচয় পাওয়া যায়। ভিকটিমের নাম হিমেল মীর। সে উপজেলা গোসাইরবাগ এলাকার সাইজদ্দিন মীরের ছেলে বলে জানাগেছে। তিনি অটো চালক ছিলেন। মামলার ঘটনা তদন্তে পুলিশ উপরোক্ত আসামীদের গ্রেফতার করলে আসামী মুছা সরকার, নজরুল ফরাজী, সবুজ চৌকিদার আদালতে দোষস্বীকার করে জবানবন্দি দেন। মামলায় ১৬ জন সাক্ষীর জেরা ও জবানবন্দীর ভিত্তিতে আদালত আসামীদের দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

এ ব্যাপারে রাস্ট্র পক্ষের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বলেন, অটো চালক হিমেল হত্যা মামলায় আসামীদের দোষী সাবস্ত করে ৩ আসামীর যাবজ্জীবন আমৃত্যু কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদন্ডের রায় দিয়েছে আদালত। তার সাথে অপর আরো ৩ জনকে বে-কসূল খালাস দেওয়া হয়েছে।

এ ব্যাপারে আসামী পক্ষের আইনজীবী ব্যারিস্টার হাসান সাইদ রছি বলেন আদালতের রায়ের প্রেক্ষিতে আমরা উচ্চ আদালতে আপীল করবো।

মুন্সীগঞ্জ,মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত