কাপ্তাই হ্রদে ১৩ কিলোমিটার সাঁতারের আয়োজন
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ১৯:৩৮ | অনলাইন সংস্করণ
রাঙামাটি প্রতিনিধি
কাপ্তাই লেকে কাটবে সাঁতার ভয় করবে জয়, নিয়মিত কাটলে সাঁতার স্বাস্থ্য ভালো রয়” প্রতিপাদ্যে রাঙামাটির কাপ্তাই হ্রদে ১৩ কিলোমিটার সাঁতারের আয়োজন করা হচ্ছে। আগামীকাল শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় বরকল উপজেলার সুবলং বাজার ঘাট হতে সাঁতার শুরু করবেন ৩০ জন সাঁতারু। দুপুর ২টায় রাঙামাটি সদরের কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সুবলং চ্যানেল সুইমিং-২০২৪’ র্শীষক এ প্রতিযোগিতার আয়োজনের দায়িত্বে থাকবেন রাঙামাটি জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থা। বেঙ্গল ডলফিন্সের দেশ সেরা সাতারুরা এতে অংশ নিবেন।
আয়োজক প্রতিষ্ঠান জেলা ক্রীড়া অফিসার এস এম ফেরদৌস আলম, প্রতি বছর রাঙামাটিতে প্রচুর মানুষ পানিতে ডুবে মারা যায়। যাদের মধ্যে শিশুও রয়েছে। এ আয়োজনের উদ্দেশ্য হচ্ছে কাপ্তাই হ্রদ এলাকায় শিশু কিশোর ও যুবদের সাঁতারে উদ্বুদ্ধকরণ করা ও পানি ভীতি দুর করা। এছাড়া শিশুদের মধ্য থেকে আগামীতে জাতীয় পর্যায়ে সাঁতারু তৈরির উদ্যোগ নেওয়া।
র একাধিক টিম কাজ করছে বলেও তিনি জানান।