বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলো- আব্দুর রাজ্জাক ওরফে টুটুল (৩৫), হৃদয় শেখ (১৯), আরিফুল ইসলাম (৪২), জুলহাস শেখ (৫৮), ফারুক ওরফে আমেদ আলী (৩৫), মাইনুল ইসলাম (৫৫), দুলাল হোসেন (৩২), হেলাল মিয়া (৩৯) ও রাশেদুল ইসলাম (২৮)।
কামারখন্দ থানার ওসি মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতদলের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। এরপর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ওইদিন রাতেই হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে আরো ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। শুক্রবার বিকেলে তাদের আদালতে হাজির করে ৭দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত বন্ধ থাকায় রিমান্ড শুনানি না হওয়ায় তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এছাড়া একই দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় মোহাম্মদ অভিষেক (১৬) ও আবির আহমেদ ওরফে সায়েম (১৭) নামে ২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।