চুয়াডাঙ্গায় মোটরসাইকেলসহ যুবককে পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ২

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ১৭:০০ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় আলোচিত মোটরসাইকেলসহ যুবক তুষার আহম্মেদ ওরফে সবুজ (২২) হত্যার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে সাগরকে তার নিজ বাসা থেকে এবং জহুরুল ইসলামকে আলমডাঙ্গা শহরের ফুডগোডাউন এলাকা থেকে গ্রেফতার করা হয়। নিহত তুষার আহমেদ জেলার আলমডাঙ্গা উপজেলার বাদেমাজু গ্রামের জয়নুল আবেদীনের ছেলে।

গ্রেফতারকৃতরা হলেন-জেলার আলমডাঙ্গা উপজেলার গােবিন্দপুর গ্রামের সাহাদ আলীর ছেলে সাগর আলী (২২) ও চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের মৃত ইউসুফ আলী বিশ্বাসের ছেলে জহুরুল ইসলাম (৪৬)। এর মধ্যে গ্রেফতার সাগর আলী নিজের দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বাীকারোক্তমূলক জবানবন্দী প্রদান করেছে।

শুক্রবার বেলা সাড়ে ১১ টায় আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন জানান, গত মঙ্গলবার রাত থেকে বুধবার সকালের মধ্যে তুষার আহম্মেদ ওরফে সবুজ নামে এক যুবককে জেলার আলমডাঙ্গা মুন্সিগঞ্জের গজারিয়া মাঠের একটি মেহগনি বাগানে মোটরসাইকেল সহ পুড়িয়ে হত্যা করে দূবৃর্ত্তরা। গত বুধবার সকালে পুলিশ নিহত তুষারের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ঔদিনই নিহতের বাবা জয়নুল আবেদীন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশের একাধিক টিম মাঠে নামে আসামীদের গ্রেফতারে

এরই এক পর্যায়ে গতকাল বৃহস্পতিবার ভোরে সাগর আলীকে তার নিজ বাড়ি থেকে এবং জহুরুল ইসলামকে আলমডাঙ্গা শহরের ফুডগোডাউন এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সাগর আলী হত্যার কথা স্বীকার করে। পরে আদালতে ১৬৪ ধারায় নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানব্দী প্রদান করেন সাগর।      

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মু: মাসুদুজ্জামান, এসআই কাজী শামসুল আলম সহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।