দাউদকান্দিতে ১৬ বছর পর প্রকাশ্যে জামায়াতের রুকন সম্মেলন
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ১৮:১৮ | অনলাইন সংস্করণ
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী দাউদকান্দি উপজেলা ও পৌরসভার নবনির্বাচিত আমীরদ্বয়ের শপথ অনুষ্ঠান উপলক্ষে
দীর্ঘ ১৬ বছর পরে প্রকাশ্যে দাউদকান্দি উপজেলা শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার গৌরীপুর বন্ধন কমিউনিটি সেন্টার হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দাউদকান্দি উপজেলা জামায়াত ইসলামীর আমির মনিরুজ্জামান বাহলুল'র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা অঞ্চলের পরিচালক, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার।
প্রধান আলোচক ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা শাখার আমির অধ্যাপক আব্দুল মতিন।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা শাখার নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকা, মো. সাইফুল ইসলাম শহিদ, মিজানুর রহমান আতিকী, মাওলানা মোশাররফ হোসেন, মোখলেছুর রহমান অনুষ্ঠানটি পরিচালনা থানা সেক্রেটারী মনিরুজ্জামান।
এসময় বক্তারা বলেন, সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। ইসলামী আন্দোলন করা ফরজ। এটা মানুষকে বুঝাতে হবে। নিজের পরিবারকে ইসলামের আলোকে ঢেলে সাজাতে হবে। মনে রাখতে হবে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আল্লাহকে ভয় করতে হবে। আমাদের সকল কাজ রেকর্ড হচ্ছে। আমাদের সকল কাজের জন্য আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে। সেই ভয় মাথায় নিয়ে কাজ করতে হবে। দাউদকান্দি একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখানকার কর্মীদের দায়িত্ব নিয়ে আরো সামনে এগিয়ে যেতে হবে। দাউদকান্দি উপজেলা জামায়াত ইসলামীর আমির মনিরুজ্জামান বাহলুল।
তিনি জানান, আগে গ্রুপে গ্রুপে করে সম্মেলন হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর এবার বড় পরিসরে উপজেলা এবং পৌরসভার সব রুকনকে নিয়ে সম্মেলন হচ্ছে। এবারের সম্মেলনে উপজেলা এবং পৌরসভা মিলে ৩০০ রুকন আংশগ্রহন করেছে। এরমধ্য থেকে উপজেলা শাখায় ১৩জন পুরুষ ও ৭জন মহিলা এবং পৌরসভায় ৫জন পুরুষ ও ৬জন মহিলা শূরা সদস্য গোপন ভোটে নির্বাচিত হবে।