মেরিন ড্রাইভে দূর্ঘটনায় ডাটা এন্ট্রি অপারেটর নিহত

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ১৬:৩০ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ট্রাক্টরের ধাক্কায় আব্দুর রহমান নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

তিনি টেকনাফ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত ছিলেন। নিহত আব্দুর রহমান উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের জনাব আলীপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। 

নিহতের পরিবারের বরাত দিয়ে কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীন জানান, রোববার সকালে আবদুর রহমান বাড়ি থেকে কর্মস্থল টেকনাফে যাওয়ার পথে জাহাজপুরা এলাকায় একটি ট্রাক্টর তার মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। ধাক্কায় পড়ে যাওয়ার পর ট্রাক্টরটি তাকে পুনরায় চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. দস্তগীর হোসেন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সহকর্মীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীন।
প্রসঙ্গতঃ ২০১৬ সাল থেকে নিহত আবদুর রহমান নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত ছিলেন। তিনি কক্সবাজার সদর সহ জেলার বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন। তিনি এক সন্তানের জনক।