ঢাকা ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

পটিয়ার দুর্ধর্ষ ডাকাত মুখতার গ্রেফতার

পটিয়ার দুর্ধর্ষ ডাকাত মুখতার গ্রেফতার

পটিয়ার দুর্ধর্ষ ডাকাত সর্দার মুখতার শাহ (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার ১৭ নভেম্বর বিকেলে চট্টগ্রাম নগরীর বহদ্দার হাট থেকে পটিয়া থানার পুলিশ তাকে আটক করে। ধৃত ডাকাত পটিয়া উপজেলার বরলিয়া ইউনিয়নের বারইকাড়া শাহ বাড়ি এলাকার শামসুল ইসলাম শাহর পুত্র।

পটিয়া থানার ওসি জায়েদ নুর জানিয়েছেন, ১৩ নভেম্বর রাতে পটিয়ার হাবিলাষ দ্বীপ গ্রামে খামারের লোকজনকে বেধেঁ রেখে ১৯টি গরু লুট করে নিয়ে যায় ডাকাত দল। সিসিটিভি ফুটেজ দেখে ডাকাত সর্দার মুখতার শাহকে সনাক্ত করে তার ডেরায় ছদ্মবেশে অভিযান চালায় পুলিশ। তার বিরুদ্ধে পটিয়া থানাসহ জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

উল্লেখ্য, পটিয়ায় প্রতিদিনই গরুর খামারে ডাকাতি হচ্ছে। ডাকাতদল সংঘবদ্ধভাবে গাড়ি নিয়ে এসে খামারীদের মারধর ও আটক করে গুলি চালিয়ে ত্রাসের সৃষ্টি করে গরু নিয়ে চলে যায়। ডাকাতির ঘটনায় অতীষ্ঠ হয়ে খামারিরা স্মারকলিপি, মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

পটিয়া থানার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক রাজু আহমদ গাজী জানিয়েছেন, বেশ কয়েকটি ডাকাত দল রয়েছে । তাদেরকে ইতমধ্যে নজরদারীতে রাখা হয়েছে। সবাইকে আটক করে জনগণের জানমালের নিরাপত্তা দিতে পুলিশ কাজ করছে।

পটিয়া,ডাকাত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত